ঈদ কেনাকাটায় সারাদেশে খুলেছে আড়ং'র ১৪টি শোরুম

সরকারি নির্দেশ মেনে রাজধানীসহ সারা দেশে খুলেছে মার্কটে ও ব্র্যান্ড শপগুলো। যে যার মতো সুরক্ষা ব্যবস্থা মেনে ঈদের কেনাকাটা করেছেন। অভ্যস্ত না হলেও বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। আড়ং স্বাস্থ্যবিধি মেনে চালু করেছে তাদের ১৪টি শোরুম।