করোনা পরীক্ষার হারে তলানীর দিকে বাংলাদেশ

করোনা পরীক্ষার হারে তলানীর দিকে বাংলাদেশ। আছে রিপোর্ট পেতে বিলম্ব-ত্রুটিসহ নানা সমস্যা। পরীক্ষা কম হলে সনাক্ত কমছে আবার বেশি হলে সনাক্ত বাড়ছে। তাই আক্রান্তের প্রকৃত সংখ্যা জানা ও ব্যবস্থা নেয়ার স্বার্থেই পরীক্ষার পরিধি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য মন্ত্রনালয় বলছে, পরীক্ষার ভোগান্তি কমানো ও পরিধি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে