সন্তানকে রেখে মা, মা'কে রেখে সন্তান লড়ছে করোনা যুদ্ধ
মা যাচ্ছেন করোনা সমরে। অতল চিন্তা নিয়ে মারাত্মক ঝুঁকিময় পরিস্থিতিতে যাওয়ার সময় রেখে যাচ্ছেন প্রিয় সন্তানকে। মহামারি মোকাবেলায় নামা চিকিৎসক মা-এর কাছে এখন সকল মায়াই তুচ্ছ। আবার, কোন সন্তান তার প্রিয় মা'কে রেখে যাচ্ছেন সম্মুখযুদ্ধে। করোনাকালে সম্পূর্ণ অজানা এক প্রেক্ষাপটে আসা মা দিবসে এমন কয়েকজন মা আর সন্তানের আত্মত্যাগের কথা জানাচ্ছেন আহমেদ রেজা।
মা যাচ্ছেন করোনা সমরে। অতল চিন্তা নিয়ে মারাত্মক ঝুঁকিময় পরিস্থিতিতে যাওয়ার সময় রেখে যাচ্ছেন প্রিয় সন্তানকে। মহামারি মোকাবেলায় নামা চিকিৎসক মা-এর কাছে এখন সকল মায়াই তুচ্ছ। আবার, কোন সন্তান তার প্রিয় মা'কে রেখে যাচ্ছেন সম্মুখযুদ্ধে। করোনাকালে সম্পূর্ণ অজানা এক প্রেক্ষাপটে আসা মা দিবসে এমন কয়েকজন মা আর সন্তানের আত্মত্যাগের কথা জানাচ্ছেন আহমেদ রেজা।

0 Comments