করোনার মধ্যেই দেখা দিলো বিরল রোগ 'কাওয়াসাকি
করোনার দাপট ঠেকাতেই হাঁপিয়ে উঠছে ট্রাম্প প্রশাসন। এরমাঝে, ইউরোপের পর যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে দেখা দিলো বিরল 'কাওয়াসাকি' রোগের উপসর্গ। চিকিৎসকদের হুঁশিয়ারি, সুষ্ঠু চিকিৎসার অভাবে এটি হয়ে উঠতে পারে প্রাণঘাতী। অসুখটির সাথে করোনাভাইরাসের সংশ্লিষ্টতারও প্রমাণ পেয়েছেন, মার্কিন গবেষকরা